টিউটোরিয়াল

ভয়েস সার্চ কিভাবে ব্যবহার করবেন - সম্পূর্ণ গাইড

হালখাতা স্টোর এর ভয়েস সার্চ ফিচার ব্যবহার করে বাংলায় বলে কাজ করুন।

Shahin Alam১৬ ডিসেম্বর, ২০২৫1 মিনিট পড়া506 বার দেখা হয়েছে

ভয়েস সার্চ কি?

টাইপ না করে শুধু বাংলায় বলে পণ্য খুঁজুন, কাস্টমার খুঁজুন, বা যেকোনো কাজ করুন।

কিভাবে ব্যবহার করবেন

কীবোর্ড শর্টকাট

Ctrl + Shift + V চাপুন এবং বাংলায় বলুন কি করতে চান।

যে কমান্ডগুলো বলতে পারেন

আপনি বলুনকি হবে
"করিম মিয়া কে খুঁজো"কাস্টমার সার্চ হবে
"চিনি কার্টে যোগ করো"POS কার্টে পণ্য যোগ হবে
"আজকের বিক্রি কত"দৈনিক সেলস দেখাবে
"বারকোড স্ক্যান করো"স্ক্যানার চালু হবে

টিপস

  • শান্ত পরিবেশে ব্যবহার করুন
  • স্পষ্ট করে বলুন
  • মাইক্রোফোনের কাছে থাকুন

ভয়েস সার্চ দিয়ে সময় বাঁচান, দ্রুত কাজ করুন!

শেয়ার করুন:

আপনার ব্যবসা ডিজিটাল করুন

হালখাতা স্টোর দিয়ে ব্যবসার হিসাব রাখুন, POS ব্যবহার করুন