Halkhata.store-এ আপনার সমস্ত ব্যবসায়িক তথ্য এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। এমনকি আমরাও আপনার ডেটা দেখতে পারি না।
আপনার ডিভাইস
এনক্রিপশন কী
আমাদের সার্ভার
এনক্রিপ্টেড ডেটা
অ্যাডমিন
অ্যাক্সেস নেই
আপনার পাসওয়ার্ড ব্যবহার করে একটি অনন্য এনক্রিপশন কী তৈরি হয়। এই কী শুধুমাত্র আপনার ব্রাউজারে থাকে।
আপনার সমস্ত সংবেদনশীল তথ্য আপনার ডিভাইসে এনক্রিপ্ট হয়, তারপর সার্ভারে পাঠানো হয়।
আমাদের সার্ভারে শুধুমাত্র এনক্রিপ্টেড ডেটা সংরক্ষিত থাকে। কোনো পাসওয়ার্ড বা কী সংরক্ষণ করা হয় না।
শুধুমাত্র সঠিক পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই ডেটা ডিক্রিপ্ট করা সম্ভব। অ্যাডমিন সহ অন্য কেউ দেখতে পারে না।