টিউটোরিয়াল

MFS পেমেন্ট (বিকাশ, নগদ, রকেট) ট্র্যাক করার সেরা উপায়

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) পেমেন্ট কিভাবে সঠিকভাবে ট্র্যাক করবেন।

Shahin Alam১৬ ডিসেম্বর, ২০২৫1 মিনিট পড়া361 বার দেখা হয়েছে

MFS পেমেন্ট কেন গুরুত্বপূর্ণ

বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট দিয়ে পেমেন্ট নেওয়া এখন খুবই সাধারণ। কিন্তু কে কবে কত দিয়েছে তা ট্র্যাক করা কঠিন।

হালখাতা স্টোর এ MFS ট্র্যাকিং

লেনদেন যোগ করার সময়

প্রতিটি লেনদেনে পেমেন্ট মেথড সিলেক্ট করুন:

  • নগদ (Cash)
  • বিকাশ (bKash)
  • নগদ MFS (Nagad)
  • রকেট (Rocket)

ট্রানজেকশন ID

বিকাশ বা নগদ থেকে টাকা পেলে ট্রানজেকশন নম্বর সেভ করুন। পরে প্রমাণ হিসেবে কাজে লাগবে।

রিপোর্ট দেখুন

Dashboard থেকে দেখুন:

  • কত টাকা নগদ পেয়েছেন
  • কত টাকা বিকাশে পেয়েছেন
  • কত টাকা নগদ MFS এ পেয়েছেন

সব পেমেন্ট এক জায়গায় ট্র্যাক করুন!

শেয়ার করুন:

আপনার ব্যবসা ডিজিটাল করুন

হালখাতা স্টোর দিয়ে ব্যবসার হিসাব রাখুন, POS ব্যবহার করুন