ব্যবসা টিপস

ডিজিটাল হিসাব খাতা কেন দরকার? কাগজের খাতার সমস্যা

কাগজের খাতায় হিসাব রাখার সমস্যা এবং ডিজিটাল হিসাব খাতার সুবিধা জানুন।

Shahin Alam১৬ ডিসেম্বর, ২০২৫1 মিনিট পড়া93 বার দেখা হয়েছে

কাগজের খাতার সমস্যা

বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী এখনো কাগজের খাতায় বাকির হিসাব রাখেন। কিন্তু এতে অনেক সমস্যা আছে:

  • খাতা হারিয়ে যায় বা নষ্ট হয়
  • লেখা বুঝতে সমস্যা হয়
  • হিসাব মেলাতে সময় লাগে
  • পুরনো লেনদেন খুঁজে পাওয়া কঠিন

ডিজিটাল হিসাব খাতার সুবিধা

১. সবকিছু সুরক্ষিত

আপনার সব ডাটা ক্লাউডে সেভ থাকে। ফোন হারালেও হিসাব হারাবে না।

২. দ্রুত সার্চ

যেকোনো কাস্টমারের হিসাব সেকেন্ডে খুঁজে বের করুন। বাংলায় নাম লিখে বা বলে সার্চ করুন।

৩. অটো ক্যালকুলেশন

মোট বাকি, পাওনা, দেনা - সব স্বয়ংক্রিয়ভাবে ক্যালকুলেট হবে।

৪. PDF রিপোর্ট

কাস্টমারকে সুন্দর PDF স্টেটমেন্ট পাঠান। WhatsApp-এ শেয়ার করুন।

হালখাতা স্টোর দিয়ে আজই ডিজিটাল হিসাব শুরু করুন!

শেয়ার করুন:

আপনার ব্যবসা ডিজিটাল করুন

হালখাতা স্টোর দিয়ে ব্যবসার হিসাব রাখুন, POS ব্যবহার করুন